নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি এ নিম্ন বর্ণিত শূন্য পদের বিপরীতে স্থায়ী ভিত্তিতে (সহকারী ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার, অফিস সহায়ক, বিলিং সহকারী) লোকবল নিয়োগের লক্ষ্যে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী নিম্নবর্ণিত শতসাপেক্ষে উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদবী | পদসংখ্যা | বেতন | যোগ্যতা ও অভিজ্ঞতা |
সহকারী ক্যাশিয়ার | ০২ জন | ১৮, ৩০০ – ৪৬,২৪০/- | এস. এস. সি ও এইচ.এস.সি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫ এর মধ্যে ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। |
ডাটা এন্ট্রি অপারেটর | ০২ জন | ১৮, ৩০০ – ৪৬,২৪০/- | এস. এস. সি ও এইচ.এস.সি/সমমান পরীক্ষায় ২য় বিভাগ জিপিএ ৪ এর মধ্যে ২.২৫ বা জিপিএ ৫ এর মধ্যে ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। |
অফিস সহায়ক | ০১ জন | ১৬,৬০০ – ৪১,৯৫০/- | এস. এস. সি /সমমান পরীক্ষায় উত্তীর্ণ। |
ড্রাইভার | ০১ জন | ১৬,৬০০ – ৪১,৯৫০/- | সাবলীল্ভাবে বাংলা লেখা ও পড়াসহ ইংরেজী শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম। |
বিলিং সহকারী | ১৭ জন | ৮০০/- (দৈনিক ) | এস. এস. সি ও এইচ.এস.সি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫ এর মধ্যে ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। |
সকল প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলী
প্রার্থীকে আবেদনপত্রে নিম্নোক্ত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (সুস্পষ্ট নাম ও সীলযুক্ত) করে সংযুক্ত করতে হবেঃ
১) শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত কপি (মার্কশীট/প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়)।
২) কম্পিউটার প্রশিক্ষণে উত্তীর্ণ এর সনদ পত্র এবং অভিজ্ঞতা (যদি থাকে) সনদ পত্রের
সত্যায়িত ফটোকপি (ডাটা এন্ট্রি অপারেটর
এবং বিলিং সহকারী (কাজ নাই মজুরী নাই) পদের জন্য প্রযোজ্য) ।
৩) জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।
৪) স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/ ওয়ার্ড কমিশনার কর্তৃক পদত্ত নাগরিকত্ব সনদপত্র। ঙ) সাম্প্রতিক তোলা ছবির পিছনে প্রার্থীর নাম লিখা স্বম্বলিত ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি।
৫) চারিত্রিক সনদপত্র।
৬) ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতার ফটোকপি (শুধুমাত্র ড্রাইভার পদে আবেদনকারীর জন্য প্রযোজ্য)

আগ্রহী প্রার্থীদের আগামী ০৯ জানুয়ারী ২০২৩ ইং তারিখ সরাসরি উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি ২০২৩
আমরা আমাদের ওয়েবসাইটে বাংলাদেশের সকল চাকরির খবর প্রকাশ করে থাকে। আপনি যদি একজন চাকরি প্রার্থী হন তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য চলমান নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখতে পারেন। আজকে প্রকাশিত চাকরির খবর দেখতে এখানে ক্লিক করুন। লেখাটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়ার জন্য না পড়াতে অসংখ্য ধন্যবাদ।