
বাংলার মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখিয়ে স্বপ্ন গড়তে শেখায়। সেই স্বপ্নের বাস্তবায়ন হল বাংলার মেট্রোরেল। ঢাকা মেট্রোরেল বাংলাদেশের প্রথম মেট্রো রেল প্রকল্প। এটি ঢাকার প্রধান ট্রান্সপোর্টেশন প্রকল্পের মধ্যে একটি। প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন পদক্ষেপ এবং একটি প্রযুক্তি যা ঢাকার ট্রাফিক এবং বিনিয়োগে একটি উন্নয়ন নির্মাণ করতে পারে।
মেট্রোরেল বাস্তবায়িত হয় ২০১৬ সালে। কিন্তু ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি গঠন করা হয় ২০১৩ সালে। ঢাকা মেট্রোরেল ২০২৩ এ কিছু রুটে চালু হয়েছে এতেই মিরপুরের মত ব্যবস্তা ও জনবলের ভিড়ে ভরা জায়গায় আজ ভিড় শূন্য। যেখানে মিরপুর ও উত্তরার মত জায়গায় যেতে মানুষের বিশাল জানজট পার করতে ২-৩ ঘন্টা সময় লাগত গন্তব্য পৌঁছাতে, আর আজ তা কিছু মিনিটের ব্যাপার হয়ে দাড়িয়েছে এই ঢাকা মেট্রোরেল বা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রজেক্টের মাধ্যমে।
ঢাকা মেট্রোরেল অথবা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি নতুন করে তাদের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারাই সরকারি চাকরি বা চাচ্ছেন যে নিজেকে কোন এক বড় কোম্পানিতে দেখতে এবং স্থায়ী ভাবে থাকতে চাচ্ছেন তারা এখনই আবেদন করতে পারেন।
এই পোস্টে আমরা ঢাকা মেট্রোরেলের চাকরির সম্পর্কে আলোচনা করব। ১৬ টি ক্যাটাগরির পদে চাকরির সুযোগ পাচ্ছেন।
পদবী | পদসংখ্যা | বেতন গ্রেড | যোগ্যতা ও অভিজ্ঞতা |
ডিরেক্টর | ০১ | ৩ | স্নাতকোত্তর ডিগ্রি |
ডিরেক্টর (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) | ০১ | ৩ | স্নাতকোত্তর ডিগ্রি |
সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার | ০১ | ১০ | ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা |
সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার | ০১ | ১০ | সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা |
সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার | ০২ | ১০ | ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা |
চিফ ট্রাফিক কন্ট্রোলার | ০২ | ১০ | স্নাতক ডিগ্রি |
চিফ ট্র্যাকশন পাওয়ার কন্ট্রোলার | ০১ | ১০ | মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা |
সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার | ০১ | ১০ | ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা |
স্কিল্ড মেইনটেইনার | ০৩ | ১৫ | এইচএসসি অথবা সমমানের ডিগ্রি |
স্কিল্ড মেইনটেনার (প্ল্যাটফরম স্ক্রিন ডোর) | ০১ | ১৫ | এইচএসসি অথবা সমমানের ডিগ্রি |
স্কিল্ড মেইনটেনার | ০২ | ১৫ | এইচএসসি অথবা সমমানের ডিগ্রি |
স্কিল্ড মেইনটেনার (রোলিং স্টক) | ০৭ | ১৫ | এইচএসসি অথবা সমমানের ডিগ্রি |
স্কিল্ড মেশিন অপারেটর (রোলিং স্টক) | ০২ | ১৫ | এইচএসসি অথবা সমমানের ডিগ্রি |
স্কিল্ড ড্রাইভার ক্যাটেনারি মেইনটেন্যান্স ভেহিকেল (সিএমভি) | ০১ | ১৫ | এইচএসসি অথবা সমমানের ডিগ্রি |
স্কিল্ড রেল কাম রোড ভেহিকল | ০১ | ১৫ | এইচএসসি অথবা সমমানের ডিগ্রি |
স্কিল্ড ফর্ক লিফট অপারেটর | ০১ | ১৫ | এইচএসসি অথবা সমমানের ডিগ্রি |
ঢাকা মেট্রোরেল – Dhaka Metro Rail চাকরির সংক্ষিপ্ত বিবরণ
প্রকাশের তারিখ | ৯ই এপ্রিল ২০২৩ |
আবেদনের শুরুর তারিখ | ৯ই এপ্রিল ২০২৩ |
আবেদনের শেষ তারিখ | ২৫ এপ্রিল ২০২৩ |
প্রকাশ সূত্র | সংবাদপত্র |
পদ সংখ্যা | ১৬ টি |
লোক সংখ্যা | ২৮ জন |
আবেদন করার মাধ্যম | অফলাইন |
অফিশিয়াল ওয়েবসাইট | http://dmtcl.gov.bd/ |
ঢাকা মেট্রোরেল নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা মেট্রোরেল – Dhaka Metro Rail আবেদন করার নিয়ম
আবেদন করতে হবে অফলাইনে। তাদের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের জন্য তাদের একটি ফর্ম পুরোন করত্যে হবে। নির্ধারিত আবেদনটির লিংক নিচে দেওয়া হল-
https://mega.nz/folder/cQlVHJIJ#WTQDOs_23Z_HFT0L0n1zsg
এই লিংকে গিয়ে আবেদন ফরম পুরোন করে তাদের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদনের ঠিকানাঃ
ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসীকল্যাণ ভবন, পুরোনো এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকা মেট্রোরেল – Dhaka Metro Rail বা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড তারা ১৬ টি পোস্টের জন্য জনবল নিয়োগে বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে। যারা ঢাকা মেট্রোরেল – Dhaka Metro Rail বা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এ আবেদন করতে চান তাহলে যথাসময় আবেদন করুন।
ঢাকা মেট্রোরেল – Dhaka Metro Rail বা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড তারা একের অধিক পোস্টের জন্য জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা এ ঢাকা মেট্রোরেল – Dhaka Metro Rail বা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড আবেদন করতে চান তাহলে যথাসময় অনলাইন থেকে আবেদন ফরম সংগ্রহ করুন।
আপনি যদি ঢাকা মেট্রোরেল – Dhaka Metro Rail বা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড চাকরির সার্কুলার ২০২৩-এর জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে ঢাকা মেট্রোরেল – Dhaka Metro Rail বা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড চাকরির খবরের প্রয়োজনীয়তা জানতে হবে, ছকে আমরা চাকরির পোস্টিং তারিখ, পোস্টের নাম, পদের অবস্থান, চাকরির ধরন সহ সমস্ত প্রয়োজনীয়তা যোগ করেছি। , চাকরির বিভাগ, চাকরির স্তর, শিক্ষাগত যোগ্যতা, কীভাবে আবেদন করবেন, অভিজ্ঞতার প্রয়োজনীয়তা, অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা, বেতন, বয়স সীমা, আবেদনের সময়সীমা, ইমেল, ওয়েব ঠিকানা, শারীরিক ঠিকানা, চাকরির উত্স এবং আরও অনেক কিছু।
অনলাইন বা অফলাইন, সরকারি বা বেসরকারি, গার্মেন্টস বা আইটি যেই কোন চাকরির খবর বা নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আমাদের সাথেই থাকুন। আমরা এই ওয়েবসাইটে সকল ধরণের চাকুরির বিজ্ঞপ্তি দিয়ে থাকি। আমাদের চাকরির বিজ্ঞপ্তি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে কাজ করার সুযোগ করে দিন। আমাদের ওয়েবসাইটঃ https://blogsjobs.com/