কাস্টম হাউস একাধিক পোস্টের জন্য জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ কাস্টম হাউস তাদের বিভিন্ন পদে ৪৮ জনকে নিয়োগ দিচ্ছে। কাস্টম হাউজ তাদের ১১ টি পদে ৪৮ জন কে নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
কি কি পদ, যোগ্যতা, বেতন ও কি ভাবে আবেদন করতে হবে সব বিস্তারিত দেওয়া হল –
পদের নাম | পদ সংখ্যা | বেতন | যোগ্যতা ও অভিজ্ঞতা |
পরিসংখ্যান গবেষক | ০১ জন | ১১,৩০০ টাকা থেকে ২৭,৩০০ টাকা | গণিত/পরিসংখ্যান/ অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান) বা মাস্টার্স ডিগ্রি। |
টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর | ০২ জন | ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা | দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার দক্ষতা এবং সাঁটলিপিতে গতি ইংরেজি ৮০ ও বাংলা ৫০ শব্দ এবং মুদ্রাক্ষরে গতিইংরেজি ৩০ ও বাংলা ২৫ শব্দ। |
সিনিয়র সহকারী | ০২ জন | ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা | দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে দক্ষতা ও মুদ্রাক্ষরে গতি ইংরেজি ৩০ ও বাংলা ২৫ শব্দ। |
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | ০২ জন | ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা | দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার দক্ষতা এবং সাঁটলিপিতে গতি ইংরেজি ৭০ ও বাংলা ৪৫ শব্দ এবং মুদ্রাক্ষরে গতিইংরেজি ৩০ ও বাংলা ২৫ শব্দ। |
অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট | ০১ জন | ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা | ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং মুদ্রাক্ষরে গতি ইংরেজি ৩০ ও বাংলা ২৫ শব্দ থাকতে হবে। |
ড্রাইভার | ০১ জন | ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা | জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। |
টেলিফোন অপারেটর | ০১ জন | ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা | উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
সিপাহী | ৩৫ জন | ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। উচ্চতা পুরুষ ৫-৪, মহিলা ৫-২; বুকের মাপ ৩০-৩২ (উভয় ক্ষেত্রে) থাকতে হবে। |
ডেসপ্যাচ রাইডার | ০১ জন | ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা | ২য় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমা। মোটর সাইকেল চালনায় বৈধ লাইসেন্সধারী এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। |
নকল মেশিন অপারেটর | ০১ জন | ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা | এসএসসি বা সমমান পাস। নকল পরিচালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। |
নিরাপত্তা প্রহরী | ০১ জন | ৮,২৫০ থেকে ২০,০১০ | অষ্টম শ্রেণি পাস। |
আরো পড়ুন –
- বসুন্ধরা গ্রুপ জব সার্কুলার ২০২৩ – Bashundhara Group Job Circular 2023
- প্রধানমন্ত্রী কার্যালয় চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ – Prime Minister’s Office Job Circular 2023
- বাংলাদেশ পুলিশ চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ – Bangladesh Police Job Circular 2023
- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাকরি বিজ্ঞপ্তি ২০২৩-Ministry of Primary and Mass Education Job Circular 2023
- ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি বিজ্ঞপ্তি ২০২৩-Dhaka University Job Circular 2023
কাস্টমস চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩
কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ ৪৮ টি পদ সংখ্যা নিয়ে প্রকাশিত হয়েছে। আপনারা যারা কাস্টমস এর চাকরির জন্য অপেক্ষা করছিলেন তারা চাইলে এই নিইয়গ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। এই বিজ্ঞপ্তিটি যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য দারুন সু্যোগ। তাই দেরি না করে এখনই আপনি চাইলে এই সুযোগটি গ্রহণ করতে পারেন। কাস্টমস বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে।
যে সকল জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন পরিসংখ্যান গবেষক থেকে নকল মেশিন অপারেটর পদের জন্য-
মানিকগঞ্জ, চাঁদপুর, ফেনী, জয়পুরহাট ও গাইবান্ধা জেলা ব্যতীত সকল জেলা।
নিরাপত্তা প্রহরী পদের জন্য – ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, নোয়াখালী, নওগাঁ ও বরগুনা জেলা ব্যতীত সকল জেলা।
তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধি প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বয়স সীমা
প্রার্থী | বয়স |
সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, এতিম, আনসার-ভিডিপি প্রার্থী | ১৮ থেকে ৩০ বছর |
বীর মুক্তিযোদ্ধ/শহীদ বীর মুক্তিযোদ্ধের নাতি-নাতনি | ১৮ থেকে ৩০ বছর |
বীর মুক্তিযোদ্ধা শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাগণ ও শারীরিক প্রতিবন্ধিদের ক্ষেত্রে | ১৮ থেকে ৩২ বছর |
ঢাকা কাস্টমস চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করার নিয়ম:
- আগ্রহী প্রার্থীদের http://dch.teletalk.com.bd/ ওয়েবসাইটে জেতে হবে।
- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরন করতে হবে।
- আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে ১২১ এ অথবা alljobs.query@teletalk.com.bd এই মেইল ঠিকানায় মেইল করতে পারেন ।
- এক এক জন শুধুমাত্র ১ টি পদের জন্য আবেদন করতে পারবেন।
অনলাইনে ফর্ম পূরণের ৭২ ঘন্টার মধ্যে মোট আবেদন ফি ৩৩৪ টাকা জমা দিতে হবে।